প্রচ্ছদ ›› খেলা

ম্যাথিউসের ১৯৯ রানে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯৭

ক্রীড়া ডেস্ক
১৬ মে ২০২২ ১৯:১৭:১৪ | আপডেট: ৩ years আগে
ম্যাথিউসের ১৯৯ রানে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯৭
সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে সোমবার ৩৯৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ১৯৯ রান করেন।

বাংলাদেশের পক্ষে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন। অন-সাইডে নাঈমকে স্লগ করতে গিয়ে সাকিব আল হাসানের কাছে সহজ ক্যাচ দিয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন ম্যাথিউস।

শ্রীলঙ্কার পক্ষে দিনেশ চান্দিমাল দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ এবং কুসল মেন্ডিস ৫৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে নাঈম ছয়টি, সাকিব তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৭৬ রান করেছে বাংলাদেশ।

এদিকে ম্যাচের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান করেছিলো শ্রীলংকা। সেঞ্চুরি তুলে ১১৪ রানে অপরাজিত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অপরাজিত ৩৪ রান করেছিলেন দিনেশ চান্ডিমাল। সূত্র- ইউএনবি