প্রচ্ছদ ›› খেলা

রান আউট হলেন তামিম

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৩ ১৫:৪৫:৪৯ | আপডেট: ১ year আগে
রান আউট হলেন তামিম

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা করেছিল সতর্ক পদক্ষেপে। পঞ্চম ওভারের তৃতীয় বলে মার্ক অ্যাডাইরের বলে তামিমের ব্যাটে আসে প্রথম চার। এআগে প্রথম ওভারেই লিটন দাসের বিপক্ষে জোরাল আবেদন হয় এলবিডব্লিউয়ের। তার কিছুক্ষণ পর অল্পের জন্য বাঁচেন রান আউটের হাত থেকে।

গ্রাহাম হিউমের দারুণ বোলিংয়ের সামনে রানের জন্য হাঁসফাঁস করতে করতে ক্রিজ ছেড়ে বেরিয়েও খেলার চেষ্টা করেন এ ওপেনার। তবে সফল হননি। ডানহাতি পেসারের দুই ওভার মেডেন খেলেন তিনি।

অষ্টম ওভার শেষে গা ঝাড়া দিয়ে প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে মারেন ম্যাচের প্রথম ছক্কা। পরের বল আবার ক্রিজ ছেড়ে চার মারেন মিড উইকেট দিয়ে। তবে তামিম ইকবাল বেশি সময় মাঠে থাকতে পারেননি। রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

স্কয়ার লেগে খেলেছিলেন লিটন দাস। রান নেবেন কি না, সেটি নিশ্চিত ছিলেন না লিটন বা তামিমের কেউই। একটু দেরি করে দৌড়ানো শুরু করেন দুজন, তবে বিপজ্জনক প্রান্তে ছিলেন তামিম। মার্ক এডেয়ারের থ্রো সরাসরি ভাঙে স্ট্রাইক প্রান্তের স্টাম্প। দুই ওভারে টানা দুই চার মেরে ছন্দে আসার ইঙ্গিত দেওয়া তামিম হন রানআউট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২০ রান।

উল্লেখ্য, প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। তবে সিরিজে দ্বিতীয়বারের মতো টস জেতেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।