ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এ সপ্তাহের ১০টি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক টুইট বার্তায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ লিখেছে, ‘মহামান্য রানির অসামান্য জীবন এবং দেশের প্রতি তার অবদান সম্মানের যোগ্য। সোমবার সন্ধ্যা পর্যন্ত এই সপ্তাহের ইপিএলের ম্যাচ স্থগিত থাকবে।’
এর আগে ওভালে গতকাল মাঠে গড়ায়নি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ইউরোপা লিগ ও কনফারেনস লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও ওয়েস্টহ্যাম ম্যাচে পালন করা হয়েছে এক মিনিট নীরবতা।
ইংলিশ ক্লাবগুলোর খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছেন। প্রতিটি ক্লাবই আলাদাভাবে দিয়েছে শোকবার্তা। একই সঙ্গে রঙিন লোগো পাল্টে সাদা-কালো রূপ দিয়েছে ইংলিশ ক্লাবগুলো।