প্রচ্ছদ ›› খেলা

রোনালদোকে ফিরিয়ে দিল পিএসজি

ক্রীড়া ডেস্ক
১৩ জুলাই ২০২২ ১৬:১৩:৪৪ | আপডেট: ২ years আগে
রোনালদোকে ফিরিয়ে দিল পিএসজি
সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর প্রস্তাবে রাজি হয়নি ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেই)। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান ৩৭ বছর বয়সী তারকা খেলোয়াড় রোনালদো। যদিও তার সাথে ইউনাইটেডের চুক্তি আরো এক বছর বাকি আছে।

পর্তুগিজ এই সুপারস্টারকে দলে টানতে কার্যত চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট কোন দলই আর আগ্রহী নয়।

ইতিমধ্যে পিএসজি স্পোর্টস ডিরেক্টর লুইস ক্যাম্পোস ও ক্লাব সভাপতি নাসের আল-খেলাফির সাথে মেনডেস নাম্বার সেভেনের ব্যাপারে আলোচনা করেছিলেন।

সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে রোনালদোকে দলে নিতে মোটেই আগ্রহী নয় পিএসজি। বিশেষ করে রোনালদোকে দলে নিতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা কোনভাবেই বহন করার মত অবস্থা পিএসজির নেই। একইসাথে দলেও রোনালদোকে খেলানোর মতো পজিশন নেই।

নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আছেন নতুন ম্যানেজার ক্রিস্টোফে গালটিয়ার। সাবেক এই নিস ম্যানেজার ইতোমধ্যেই নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে একসাথে খেলানোর ফর্মেশন নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে। এদের সাথে রোনালদোর জন্য জায়গা খুঁজে পাওয়া অসম্ভব।