টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে বাংলাদেশ দলে যে পরিবর্তন আসবে সেটা অনুমেয়ই ছিল। হলোও তাই! সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। এদিকে পাকিস্তান সিরিজের দলে জায়গা পেয়েছে চার নতুন মুখ।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ সদস্যের এই দলে জায়গা হয়নি সৌম্য-লিটনের। এছাড়া পাকিস্তান সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকেও পাচ্ছে না বাংলাদেশ।
এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না। আর টেস্ট সিরিজ বিবেচনায় বিশ্রামে রয়েছেন মুশফিক।
এদিকে চমক হিসেবে পাকিস্তান সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন আকবর আলী। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আকবর ছাড়াও নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলী ও শহিদুল ইসলাম।
এর আগে ওয়ানডে ও টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম সাইফ হাসান। ইয়াসির আলীর জন্য দলে জায়গা পাওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি। আর শহিদুল ইসলামের জন্য জাতীয় দলে ডাক পাওয়ার ঘটনা এটাই প্রথম।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী।