প্রচ্ছদ ›› খেলা

লিটনের বদলে যাকে নিতে পারে কলকাতা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩ ১৮:২৯:০৬ | আপডেট: ২ years আগে
লিটনের বদলে যাকে নিতে পারে কলকাতা
লিটন কুমার দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আইপিএলে এখন পর্যন্ত এক ম্যাচই খেলেছেন লিটন।

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। এর আগেই জরুরি পারিবারিক কারণে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন কেকেআর ওপেনার লিটন দাস। তবে তার বদলে কাকে নেবে কলকাতা? এ বিষয়ে কিছু জানায়নি। এ ক্ষেত্রে তিন ক্রিকেটারের সুযোগ রয়েছে। তারা হলেন-

ট্র্যাভিস হেড: অস্ট্রেলিয়ার এই ব্যাটার ভারতে এসে দেখিয়েছেন কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন তিনি। যদিও কিছু দিন আগে বিয়ে করেছেন তিনি। বাঁহাতি এই ব্যাটার ওপেনার হিসাবেও খেলতে পারেন ট্র্যাভিস হেড। আবার স্পিন বলও করতে পারেন। ওপেনার লিটনের বদলে তাকে নিতে পারে কেকেআর।

 আরও পড়ুন- আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

ড্যারিল মিচেল: নিউ জিল্যান্ডের এ খেলোয়াড়ের দিকেও নজর দিতে পারে কেকেআর। মিডল অর্ডারে ভালো ব্যাট করতে পারেন তিনি। সেই সঙ্গে মিডিয়াম পেস বলও। কিন্তু এই মুহূর্তে তাকে পাওয়া কঠিন হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলতে গিয়েছেন তিনি। নিউ জিল্যান্ড বোর্ড আইপিএল খেলার জন্য উৎসাহ দেয় ক্রিকেটারদের। সে ক্ষেত্রে মিচেলকে ছেড়ে দিলেও দিতে পারে তারা।

মহম্মদ নবি: আফগানিস্তানের অধিনায়ক গত বারও কেকেআরে ছিলেন। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। এ বার তাকে আবার দলে নিতে পারে কেকেআর।