প্রচ্ছদ ›› খেলা

লিভারপুলকে ছেড়ে বায়ার্নে পাড়ি দিচ্ছেন সাদিও

ক্রীড়া প্রতিবেদক
১৮ জুন ২০২২ ১৫:৫৬:০৫ | আপডেট: ১ year আগে
লিভারপুলকে ছেড়ে বায়ার্নে পাড়ি দিচ্ছেন সাদিও

লিভারপুল ছেড়ে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন সেনেগাল অধিনায়ক সাদিও মানে। অলরেডদের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে বায়ার্ন মিউনিখে পাড়ি দিচ্ছেন সেনেগাল ফরোয়ার্ড।

ইতোমধ্যে দুই ক্লাবের মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন।

দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানিয়েছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক।

জার্মান জায়ান্ট বায়ার্নের সঙ্গে তিন বছরের চুক্তি হতে যাচ্ছে মানের। যেখানে ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে প্রায় ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বাভারিয়ানদের দলে যোগ দেবেন।

এর আগে ২০১৬ সালে আরেক ইংলিশ ক্লাব সাউদ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন মানে। এরপর ৬ মৌসুমে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

ইংলিশ জায়ান্টদের হয়ে মানে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপের মত শিরোপা জিতেছেন।