প্রচ্ছদ ›› খেলা

কাতার বিশ্বকাপ ২০২২

শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর চমক

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২ ২১:১৯:৫১ | আপডেট: ১ year আগে
শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর চমক

আরেকটি অঘটনের সাক্ষী হলো কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়াম ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে মরক্কো। এ জয়ে আসরের শেষ ষোলোর আশা ভালোভাবেই টিকে রইল আফ্রিকার দেশটির।

১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপে জয় পেল মরক্কো। অথচ এদিন র‌্যাংকিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে খেলতে নেনমেছিল ২২ নম্বার মরক্কো।

রোববার আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে এমন সমীকরণে মাঠে নেমে নিজেদেরই হারিয়ে খুঁজল বেলজিয়াম।

ম্যাচের ১৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বেলজিয়াম। তবে গোলরক্ষক বরাবর বল মারেন তমা মুনিয়ে। এরপর মরক্কো প্রথম সুযোগ পায় ৩৫তম মিনিটে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে উড়িয়ে মেরে হতাশ করেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের ঠিক আগে ফ্রি-কিক থেকে বল জালে পাঠান মরক্কোর হাকিম জিয়াশ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি রেফারি বাজালে হতাশ হয় দলটি।