প্রচ্ছদ ›› খেলা

শচীন টেন্ডুলকারের এক শব্দের টুইট ‘ক্রিকেট’

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২ ২১:১২:১৭ | আপডেট: ২ years আগে
শচীন টেন্ডুলকারের এক শব্দের টুইট ‘ক্রিকেট’
শচীন টেন্ডুলকার (ফাইল ছবি)

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার মার্কিন ট্রেন পরিষেবা প্রদানকারী অ্যামট্রাক এর শুরু করা ‘এক-শব্দের টুইট’ ব্যান্ডওয়াগন ট্রেন্ডে যোগ দেয়া সর্বশেষ পাবলিক ফিগার।

শুক্রবার সকালে ৪৯ বছর বয়সী সাবেক এই ভারতীয় অধিনায়ক টুইট করেছেন ‘ক্রিকেট’। 

শচীন তার নিজের শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ২০০ তম টেস্ট ম্যাচ খেলার পর ২০১৩ সালে অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। 

১৯৮৯ সালের নভেম্বরে করাচিতে ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে টানা ২৪ বছর তিনি তার ক্যারিশমায় বুদ করে রেখেছিলেন ক্রিকেট প্রেমিদের। 

সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান তার ক্যারিয়ারে দুবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক শচীনের ঝুলিতে রয়েছে ৩০ হাজারেরও বেশি রান।

শচীন ২০০ টি টেস্ট খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করেছেন। তিনি ৪৬৩ ওয়ানডেতে  ৪৪.৮৩ গড়ে ১৮ হাজার ৪২৬ রান করেছেন এবং ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান সংগ্রহ করেছেন।

২০১৪ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শচীনকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করেন।

২০১০  সালে টাইম ম্যাগাজিন শচীনকে তার বার্ষিক টাইম ১০০ তালিকায় ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন’ হিসেবে অন্তর্ভুক্ত করে।

অবসর নেয়ার পর থেকে ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন ভারতের তরুণদের জন্য স্টার্টআপ কমিউনিটিতে একজন আদর্শ মেন্টোরের ভূমিকা পালন করে তার ভক্তের সংখ্যা বাড়িয়ে চলেছেন।