হারারে টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। দলের দুঃসময়ে নবম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ১৯১ রানের রেকর্ড জুটি গড়ে দলকে ৪৬৮ রানের সংগ্রহ পেতে সাহায্য করেন তিনি। এসময় তাসকিনের ব্যাট থেকেও আসে ৭৫ রান। কিন্তু ৭৫ রানের এই ইনিংস খেলার পথে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান তাসকিন। এর শাস্তি হিসেবে জরিমানার খড়গে পড়েছেন জাতীয় দলের এই ডানহাতি পেসার।
আচরণবিধির ২.১.১২ ধারা ভঙ্গ করার অভিযোগ এনে তাসকিনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাসকিন ছাড়াও মুজারাবানিকেও একই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাসকিন-মুজারাবানিকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় তাসকিন-মুজারাবানিকে জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে দুই খেলোয়াড়ের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হারারে টেস্টের দ্বিতীয় দিন। এদিন বাংলাদেশের প্রথম ইনিংসের ৮৫তম ওভারের তৃতীয় বলে মিড অফ দিয়ে মুজারাবানিকে বাউন্ডারি হাঁকান তাসকিন। এরপর শর্ট অফ লেন্থে করা মুজারাবানির চতুর্থ বল ছেড়ে দেন তাসকিন। একইসঙ্গে শরীর নাড়িয়ে নাচের ভঙ্গিতে চতুর্থ বলটির গতিবিধিও দেখান তিনি।
এদিকে তাসকিনের শরীর দুলানো থামার আগে তাকে লক্ষ্য করে কিছু একটা বলে ওঠেন মুজারাবানি। এরপর মুখোমুখি হয়েও বেশ কিছুক্ষণ চোখ রাঙাতে দেখা যায় দুজনকে। এসময় দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মাঠে এমন ঘটনা ভালোভাবে নেয়নি আইসিসি।
এরপর দ্বিতীয় দিনের খেলা শেষ তাসকিন-মুজারাবানিকে ডাকা হলে দু’জনই তাদের অপরাধ স্বীকার করে নেন। এজন্য আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ২৩৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০, লিটন কুমার দাসের ৯৫, তাসকিনের ৭৫ ও মুমিনুল হকের ৭০ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। বল হাতে ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান চারটি এবং তাসকিন নেন এক উইকেট।
দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান। সাদমান ২২ ও সাইফ ২০ রানে অপরাজিত আছেন।