প্রচ্ছদ ›› খেলা

শেন ওয়ার্ন মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২২ ২০:২৬:১১ | আপডেট: ৩ years আগে
শেন ওয়ার্ন মারা গেছেন

মারা গেলেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সেই থেমে গেল এই অস্টেলীয় ক্রিকেটারের জীবনের চাকা।

বাংলাদেশ সময় শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাবেক এ লেগ স্পিনার মারা গেছেন বলে জানিয়েছে ফক্স ক্রিকেট।

ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন।

ধারণা করা হচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তার বাড়িতে পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।

১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের ফার্নট্রি গালিতে শেন ওয়ার্নের জন্ম।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে গত ২৪ ঘণ্টার মধ্যে এটি বড় একটি শোকের ঘটনা। আজ দেশটির আরেক ক্রিকেটার রোড মার্শ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।