ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছে বাংলাদেশ। তবে শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য আর ২৪১ রান দরকার।
সফরকারী ভারতের দেওয়া ৫১৩ রানের বিশাল লক্ষ্যে তৃতীয় দিন বিনা উইকেটে ৪২ রান করে মাঠ ছাড়েন জাকির ও নাজমুল হোসেন শান্ত। আর চতুর্থ দিন প্রথম সেশনেও দারুণ ব্যাটিং করে শতরানের (১২৪) জুটি গড়েন তারা। যা ভারতের বিপক্ষে প্রথমবার টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ে শতরানের জুটি। অবশেষে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। স্টাম্পিং হওয়ার আগে শান্ত ১৫৬ বলে ৭টি চারে ৬৭ রান করেন।
তবে অভিষেক টেস্টে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়েন জাকির। এছাড়া টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয় ওপেনার হিসেবেও চতুর্থ ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েন।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান অক্ষর প্যাটেল।