প্রচ্ছদ ›› খেলা

শ্রীলংকা সফরে আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩ ১৬:৫৩:৪৬ | আপডেট: ১০ মাস আগে
শ্রীলংকা সফরে আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা উড়াল দেবে আফগানিস্তান। সফর উপলক্ষ্যে হাশমাতুল্লাহ শাহিদির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগান বোর্ড। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে চারজনকে।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষ দশের তিনজনই আফগান। রশিদ খান ষষ্ঠ, মুজিব-উর-রহমান অষ্টম এবং দশে আছেন মোহাম্মদ নবি। এছাড়া উদীয়মান ফজলহক ফারুকী এবং নূর আহমেদদের নিয়ে বোলিং লাইন আপ বেশ শক্তিশালী আফগানিস্তানের।

ভারতে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে এরইমধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে আফগানরা। সুপার লিগে সপ্তম হয়েছে তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বিশ্বাস করেন, বিশ্বকাপের আগে ভালো একটি দল গঠন করেছেন তারা এবং শ্রীলংকা সফরে ভালো পারফরম্যান্স করবে দল।

আশরাফ বলেন, ‘এটা ভালো যে এই সিরিজে বেশ কয়েকজন তরুণ মুখ জায়গা পেয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং দলের ভালো সমন্বয় এবং আসরের যথাযথ প্রস্তুতির জন্য আমরা সম্ভাব্য প্রতিটি সুযোগ খুঁজছি।’

আগামী ২ জুন হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৪ জুন ও তৃতীয় ওয়ানডে ৭ জুন অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান দল:

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখাইল (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকী ও ফরিদ আহমদ মালিক।

রিজার্ভ: গুলবাদিন নায়েব, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া-উর-রহমান আকবর।