হাঁটুতে চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। তবে সুযোগ পেতে পারেন পেসার হারিস রউফ অথবা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দেখা যাবে না পাকিস্তানের ফাস্ট এ বোলারকে।
দ্বিতীয় টেস্টে তার না খেলার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২২ বছর বয়সী পেসার প্রথম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। ওই টেস্টে সফরকারীরা চার উইকেটে জয় পায়।
এছাড়াও শ্রীলঙ্কার প্রথম ইনিংসে আফ্রিদি ৯৯ টেস্ট উইকেট পূর্ণ করেন।