প্রচ্ছদ ›› খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩ ২১:৩৯:০৬ | আপডেট: ১ year আগে
শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত

ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই ভারতের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা। বোলারদের শাসন করলেন বিরাট কোহলি, শুভমন গিলরা আর ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না মোহম্মদ সিরাজরা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারাল ভারত। এতে তিন ম্যাচের সব কয়টিতে হেরে রোহিতদের কাছে হোয়াইটওয়াশ হলো দাসুন শানাকার দল।

রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই বড় রানের লক্ষ্য নিয়েছিল দলটি। রোহিত এবং শুভমন শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন। কিন্তু পুল মারতে গিয়ে ৪২ রান করে আউট হন রোহিত। নিজের প্রিয় শট খেলতে গিয়েই উইকেট দিলেন তিনি।

তার আউটের পর মাঠে নামেন কোহলি। এদিন শুভমন ও কোহলি শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলে খেলা করেন। ৯৭ বলে শতরান করেন শুভমন। পরে ১১৬ রানে সাজঘরে ফিরেন তিনি। কিন্তু বিরাট ১৬৬ রানে অপরাজিত থাকেন। পুরো ইনিংসে ১৪টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ৮টি ছক্কাই মারেন বিরাট। ১১০ বলে ১৬৬ রান করেন তিনি।

এছাড়া শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে ৩৮ রান আসে। কেএল রাহুল ও সূর্যকুমার যাদব এদিন দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। সবশেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন কাসুন রাজিতা এবং লাহিরু কুমারা। একটি উইকেট নেন চামিকা করুণারত্নে।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়েন লঙ্কান ব্যাটাররা। মোহাম্মদ শামি ও সিরাজ-দুই ওপেনিং বোলারের সুইং সামলাতে বেহাল হয়ে পড়েন শানাকা-কুশল মেন্ডিসরা। দ্বিতীয় ওভারেই দলীয় সাত রানে সিরাজের বলে আবিষ্কা ফার্নান্দোর দুর্দান্ত ক্যাচ ধরেন শুভমন। সেখান থেকেই পরপর উইকেট পড়তে থাকে।

বড় রান তাড়া করার মতো পার্টনারশিপ গড়তে পারেনি দাসুন শানাকার দল। মাত্র ২২ ওভারে ৭৩ রানেই শেষ হয়ে যায় লঙ্কান ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন নুওয়ানিদু ফার্নান্দো। অধিনায়ক দানুস শানাকা করেন ১১ রান।

এদিন ওয়ানডে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স করে দলকে জেতান ভারতীয় পেসার মোহম্মদ সিরাজ। ১০ ওভারে ৩২ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব নেন দুটি করে উইকেট।