প্রচ্ছদ ›› খেলা

শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ম্যাচে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২ ১৪:১৭:০০ | আপডেট: ২ years আগে
শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ম্যাচে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ফাইনাল ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান ও ইংল্যান্ড দুই দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।

২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতে পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।

আর ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালিস্ট ছিলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংস্টন ওভালের ফাইনাল ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিলো ইংল্যান্ড।