প্রচ্ছদ ›› খেলা

সংবর্ধনা অনেকবারই পেয়েছি, তবে এমন সংবর্ধনা আগে পাইনি: সাকিব

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩ ১৭:৩৬:২৭ | আপডেট: ৫ মাস আগে
সংবর্ধনা অনেকবারই পেয়েছি, তবে এমন সংবর্ধনা আগে পাইনি: সাকিব

রাজনীতির মাঠে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও ক্রিকেটমাঠে নেতার দায়িত্ব বহুবার পালন করেছেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মাগুরা যাওয়ার পর পাকা রাজনীতিবিদের মতোই কথা বলেছেন এই অলরাউন্ডার। তাকে সংবর্ধনা দিতে আসা নৌকার সমর্থকদের প্রতি জানিয়েছেন একাধিক অনুরোধ।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন জানিয়ে সাকিব বলেন, ‘আগামীকাল নমিনেশন পেপার জমা দেব। আশা আছে আমার, আমি শেখর (সাইফুজ্জামান) ভাই এবং সভাপতি ও সেক্রেটারিসহ একসঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দেব। যদি সব ঠিকঠাক থাকে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। যদিও সেখানে অনেক নিয়মকানুন থাকবে। তাই ওইখানে খুব সীমিত আকারে করার চেষ্টা করব। আপনারা সবকিছু মেনে চলবেন।’

সাকিব বলেন, ‘কয়েকটি বিষয় আছে, যেহেতু অনেক মানুষ হয়েছে, বাইক একটু সাবধানে চালাবেন, হেলমেট পরবেন। মানুষকে যাতে অস্বস্তিতে না পড়তে হয় আপনারা সেই কাজ করবেন। আজকে অনেকেরই হয়তো একটু কষ্ট হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে তাদের কষ্ট কত কম করানো যায়। অনেক সময় অনেকে অতি উৎসাহী হয়ে অনেক কিছু করে ফেলে, আমি তাদের অনুরোধ করবো তারা তাদের জায়গা থেকে যেন সংযত থাকে। পোস্টার লাগানো, লিফলেট লাগানো, মাইক সবকিছু; মানুষের যাতে কষ্ট না হয় সবাই যেন সেই চিন্তা করে। নির্বাচনী আচরণবিধি যাতে সবাই মেনে চলে। কারণ এটা আমাদেরই দল, আমাদেরই সমস্যা হবে যদি আচরণবিধি মেনে না চলি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, সবাই একসাথে মিলে মাগুরাতে নৌকাকে জয়যুক্ত করবো এবং পুরো বাংলাদেশে আমরা নৌকার জোয়ার ঘটাবো।’

সবাই সহায়তা করলে মাগুরাকে অনেক এগিয়ে নিতে পারবেন বলে আশা সাকিবের, ‘আমি যখন প্রথম ব্যাট ধরেছি, বল ধরেছি তখন কোচরা যেমন শিখিয়ে দিয়েছেন, আশা করি আমাদের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, আমি আসলে অত পদও জানি না সত্যি কথা, সবাই যদি আমাকে সমর্থন করে, আমি যেমন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছি, মাগুরাকে তেমন একটি স্থানে নিয়ে যেতে পারব। কিন্তু এজন্য আপনাদের সবাইকে আমাকে একটু সহায়তা করতে হবে। কাজ করতে হবে আমার জন্য। আমরা যদি সবাই এক থাকতে পারি, ...আমি মনে করি মাগুরা ১ থেকে ৫ নম্বর জেলার মধ্যে থাকতে পারবে। আমি বিশ্বাস করি সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে সেটি খুবেই সম্ভব। কিন্তু আমরা যদি এক না থাকি তাহলে খুবই কষ্টকর হবে।’

সংবর্ধনায় আসার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি, তবে এমন সংবর্ধনা আগে পাইনি।’