কাতার বিশ্বকাপ ফাইনালের জন্য ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত লুসাইল আইকনিক স্টেডিয়াম সমর্থকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিশ্বকাপ শুরুর ৭১ দিন বাকি থাকতেই স্টেডিয়ামটিতে একটি ম্যাচ আয়োজন করা হয়।
৮০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে আল হিলাল ও ইজিপ্সিয়ান্স জামালেকের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
মিশর ও সৌদি আরবের চ্যাম্পিয়ন দুই দলের দ্বৈরথ দেখতে প্রথমবারের মতো দর্শকদের জন্য খুলে দেয়া হয় বিশ্বকাপের জন্য নির্মিত এই লুসাইল স্টেডিয়াম।
ম্যাচটি উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন হাজারো সৌদি ও মিশরের সমর্থক। সৌদি সীমান্তে গাড়ি রেখে তাদেরকে কাতারে প্রবেশ করতে হয়েছে। প্রত্যেককেই বিশেষ ফ্যান আইডি কার্ড দেখাতে হয়েছে। বিশ্বকাপের সময় কাতারে প্রবেশ করতে হলেও প্রতিটি সমর্থককে এই বিশেষ কার্ড প্রদর্শন করতে হবে।
কাতার বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটি আয়োজকদের জন্য অনেকটাই যেন এসিড টেস্টের মতো। কারণ এই স্টেডিয়ামে বিশ্বকাপের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৮ ডিসেম্বরের ফাইনালও।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে আর কোন ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে না এ স্টেডিয়ামে।