প্রচ্ছদ ›› খেলা

সাকিবের ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩ ১৭:৪৮:৩৭ | আপডেট: ৫ মাস আগে
সাকিবের ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ ম্যাথিউস

সাকিব আল হাসানের করা দলীয় ২৫তম ওভারের দ্বিতীয় বলে আউট সাদিরা সামারাবিক্রামা। শ্রীলংকার ষষ্ঠ ব্যাটার হিসেবে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। যে হেলমেট নিয়ে তিনি মাঠে নেমেছিলেন সেটি তার উপযুক্ত মনে হয়নি। পরবর্তীতে আরেকটি হেলমেট আনা হয়। সেটিও মনে ধরেনি ম্যাথিউসের। স্বভাবতই বেশ সময়ক্ষেপণ হয়।

কিন্তু ক্রিকেটের নিয়ম বলছে, কোনো ব্যাটার আউট হওয়ার পরবর্তী ৩ মিনিটের মধ্যে পরের ব্যাটারকে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে হবে। আর এবারের বিশ্বকাপের নিয়মে বলা হয়েছে, ‍দুই মিনিটের মধ্যে ব্যাটারকে প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউস সেটি হতে পারেননি। তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম টাইমড আউট।

ওই ওভারে ২ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছে শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানে ব্যাট করছে লংকানরা।

এদিন ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে শ্রীলংকা। শরিফুল ইসলামের বলে কুশল পেরেরা শট খেলতে গেলে বল চলে যায় উইকেটের পেছনে। সেখানেই লাফ দিয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিসকে ১২তম ওভারে ফেরান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৬৬ রানের মাথায় ১৯ রানে থাকা মেন্ডিস তুলে মারলেও বাউন্ডারি লাইন থেকে দারুণ ক্যাচ নেন শরিফুল ইসলাম। পরের ওভারেই ওভারে পাথুম নিশাঙ্কাকে ইনসাইডেজ বোল্ড করেন বিশ্বকাপ অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। নিশাঙ্কা ৩৬ বলে ৪১ রান করেন।

৭২ রানে ৩ উইকেট হারানো শ্রীলংকার হাল এরপর ধরেন সাদিরা সামারাবিক্রামা ও চারিথ আসালাঙ্কা। ১৩৫ রানের মাথায় সাকিব ফেরান সাদিরাকে। এরপরই সেই নাটুকে আউট হন ম্যাথিউস।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার মোস্তাফিজুর রহমানের বদলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আর লংকান একাদশে দিমুথ করুনারত্ন ও হেমান্থার পরিবর্তে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা এসেছেন।

বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হেরে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। অথচ আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করেছিল টাইগাররা। বাংলাদেশের হাতে এখনো দুটি ম্যাচ আছে। বিশ্বকাপ না হলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে এই ম্যাচ দুটি সাকিব আল হাসানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে শ্রীলংকা ৭ ম্যাচ খেলে ২টিতে জয় ও ৫টিতে হেরেছে। লংকানদের এখনও সেমিফাইনালের আশা টিকে রয়েছে। তবে তা খুবই ক্ষীণ।