প্রচ্ছদ ›› খেলা

সাকিবের পর ফিরলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩ ১৭:৪২:৪৯ | আপডেট: ১ year আগে
সাকিবের পর ফিরলেন শান্ত
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ১০২ রানে চতুর্থ উইকেট হারিয়েছে। ২২ তম ওভারে কার্টিস ক্যাম্পারের বলে মার্ক অ্যাডায়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হাসান শান্ত। ৬৬ বলে ৪৪ রান করেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ১০২ রানে চতুর্থ উইকেট হারিয়েছে। ২২ তম ওভারে কার্টিস ক্যাম্পারের বলে মার্ক অ্যাডায়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হাসান শান্ত। ৬৬ বলে ৪৪ রান করেন তিনি।

এরআগে দলীয় ফিফটির পর ১২তম ওভারে গ্রাহাম হিউমের প্রথম বলে বোল্ড হন সাকিব আল হাসান। ২১ বলে ৪টি চারে ২০ রান করেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ।

তবে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই ওপেনারকে দ্রুতই হারায়। প্রথম ওভারেই হতাশ হয় সফরকারীরা। জশ লিটলের চতুর্থ বলে এলবি হয়ে শূন্য রানে ফেরেন লিটন দাস। এরপর চতুর্থ ওভারে মার্ক অ্যাডায়ারের বলে উইকেটরক্ষক লোরকান টাকারকে ক্যাচ দেন ১৪ রান করা তামিম।

আজ মঙ্গলবার নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে খেলাটি মাঠে গড়ায়। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছেন তামিম ইকবালরা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগে এটি টাইগারদের শেষ সিরিজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, গ্রাহাম হিউম।