প্রচ্ছদ ›› খেলা

সানিয়ার সাথে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই জনপ্রিয় অভিনেত্রী সানা’কে বিয়ে করলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪ ১৪:০৩:৫৪ | আপডেট: ১০ মাস আগে
সানিয়ার সাথে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই জনপ্রিয় অভিনেত্রী সানা’কে বিয়ে করলেন শোয়েব মালিক

জল্পনা অনেকদিন ধরেই চলছিল, টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন ক্রিকেটার শোয়েব মালিক। সেই জল্পনাকে উসকে দিয়ে নতুন বউয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শোয়েব। আজ শনিবার বিয়ের ছবি প্রকাশ করেন এই ক্রিকেটার। এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডেও।

বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে আছেন শোয়েব। ফরচুন বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন তিনি। গতকাল শুক্রবার ফরচুন বরিশাল শোয়েবের আসার কথা জানায়। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন বউয়ের ছবি দিয়ে শোয়েব লিখেন, ‘আলহামদুলিল্লাহ’। ধর্মীয় বাণীও শেয়ার করেছেন, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’ এমনকি সানা ইনস্টাগ্রামে নিচের অংশে নিজের নামও দিয়েছেন ‘সানা শোয়েব মালিক’।

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামীর সব ছবি মুছে দিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা। তবে একটি মাত্রই ছবি ছিল, যেখানে সানিয়া ও শোয়েবের সঙ্গে তাদের ছেলে ইজহান রয়েছে। ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামও উল্লেখ নেই। ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন সানিয়া।

বছর খানেকের বেশি সময় ধরে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে। যেখানে বিভিন্ন কাজে, আকারে-ইঙ্গিতে একে অপরের সঙ্গে দূরত্ব তারা বুঝিয়ে দিয়েছেন। এবারের কাজ আবার তাদের প্রচারে এনে ফেলেছে। ইদানীং শোয়েবের সম্পর্কে কোথাও কোনো কথা বলেননি সানিয়া। শোয়েবও সানিয়াকে নিয়ে মুখ খোলেননি।

গত বুধবার সানিয়া যে পোস্ট করেন, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভালো নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনো সহজ নয়। এটা সবসময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’

এর আগে শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে কিছু দিন আগে পর্যন্তও লেখা থাকত সানিয়ার স্বামী হিসেবে। এরপর নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। সেই বাক্য সরিয়ে নিয়েছেন। এমনকি তার ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যাবে না। তবে ছেলে ইজহানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গেছে।

সানিয়ার সঙ্গে কিছু দিন আগে সম্পর্ক নিয়ে শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল। তিনি মজা করে বলেছিলেন, ‘অনেকেই তো বলছে আমাদের সম্পর্ক নাকি ভালো নেই। আপনাদের কী মনে হয়?’