প্রচ্ছদ ›› খেলা

সাফজয়ী ৫ নারী ফুটবলারকে রাঙামাটিতে উষ্ণ সংবর্ধনা

টিবিপি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪:০০ | আপডেট: ২ years আগে
সাফজয়ী ৫ নারী ফুটবলারকে রাঙামাটিতে উষ্ণ সংবর্ধনা

সাফ উইমেনস চ্যাম্পিয়ন দলের পাঁচ সদস্য আনাই মগিনি, আনুচিং মগিনি, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা নিজ জেলা রাঙামাটিতে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাঙামাটির ঘাগড়া বাজারে পৌঁছলে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা পাঁচ ফুটবলারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য উল্লাসে মেতে ওঠে।

একটি বর্ণাঢ্য র‌্যালি ও আতশবাজির মাধ্যমে তাদের বিদ্যালয়টিতে নিয়ে যাওয়া হয়। যেখানে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার প্রাথমিক শিক্ষা তারা পান।

জেলা প্রশাসন দুপুর আড়াইটা থেকে শহর প্রদক্ষিণকারী ফুটবলারদের জন্য একটি উন্মুক্ত-ডেক গাড়ির ব্যবস্থা করে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তারা রাঙামাটি স্টেডিয়ামে পৌঁছালে সেখানে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে তাদের বীর সংবর্ধনা দেয়া হয়।

অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এই খেলোয়াড়দের মমতায় বড় করেছেন মগছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর সেন চাকমা। পরবর্তীতে তাদের পুরো দায়িত্ব নেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শান্তি মনি চাকমা।