প্রচ্ছদ ›› খেলা

সাবিনার হ্যাটট্রিকে হংকংকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৮:০৮ | আপডেট: ৩ years আগে
সাবিনার হ্যাটট্রিকে হংকংকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে হংকংকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

রোববার উজবেকিস্তানের তাসখন্দে জেএআর একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হংকং ও বাংলাদেশের মধ্যকার প্রীতি ম্যাচে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন সাবিনা, সানজিদা, তহুরারা।

এদিন একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা। বাকি গোলটি আসে তহুরা খাতুনের পা থেকে।

তাসখন্দে জেএআর একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের ১৮ মিনিটে গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে নেন তহুরা খাতুন।

প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন।

দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠেন সাবিনা। হংকংয়ের জালে একে একে জড়ান আরও তিনটি গোল। ৫৩ মিনিটে নিজের জোড়া গোল করেন সাবিনা। চার মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই প্রমিলা ফুটবলার।

এরপর ৮৫ মিনিটে আরও একটি গোলের দেখা পান সাবিনা। তাতে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।