প্রচ্ছদ ›› খেলা

সিরাজ তোপে বিধ্বস্ত শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৬:২৫ | আপডেট: ৭ মাস আগে
সিরাজ তোপে বিধ্বস্ত শ্রীলংকা

এতদিন এশিয়া কাপে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকার মাঠে মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। অবশেষে ২৩ বছর পর ভাঙল লজ্জার এই রেকর্ড। চলমান এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের গতির আগুনে পুড়ে মাত্র ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। তবে টসের পরই বৃষ্টি নামে। অবশেষে প্রায় আধাঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লংকানরা। তবে লংকানদের ওপর ধ্বংসযজ্ঞ চলে চতুর্থ ওভারে। ওই ওভারে ৪ লংকান ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ। ষষ্ঠ ওভারে নেন আরও এক উইকেট।

এদিন জাসপ্রিত বুমরার করা প্রথম ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা। দ্বিতীয় ও তৃতীয় ওভার উইকেটশূন্য অবস্থায় কাটিয়ে দিলেও তোপে পড়ে চতুর্থ ওভারে। সিরাজের করা ওভারের প্রথম বলেই রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তৃতীয় বলে আবারও সিরাজ আগ্রাসন। এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদিরা সামারাবিক্রামা।

তার পরের বলে আবারও সিরাজের আঘাত। ইশান কিশানের বলে চারিথ আসালঙ্কা ধরা পড়লে হ্যাটট্রিক সম্ভাবনা জাগে। তবে পঞ্চম বলে ধনাঞ্জয়া ডি সিলভা চার মেরে দিলে সেই সম্ভাবনা ভেস্তে যায়। তবে হ্যাটট্রিক না হলেও লংকান ইনিংসের ধস অব্যাহত রাখেন সিরাজ। ওভারের শেষ বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জায়া। ষষ্ঠ ওভারে লংকান অধিনায়ক দাসুন শানাকাকে সরাসরি বোল্ড করেন সিরাজ।

সপ্তম উইকেটে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কুশল মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগে। আবারও আঘাত হানেন সিরাজ। সরাসরি বোল্ড করেন মেন্ডিসকেও। সিরাজ পর্ব শেষে যেন চলে হার্দিক পান্ডিয়া শো। লংকানদের শেষের ৩ উইকেট তুলে নেন পান্ডিয়া।

ইনিংস শেষে সিরাজের বোলিং ফিগার, ৭-১-২১-৬। আর পান্ডিয়ার, ২.২-০-৩-৩। তাতে ৩০০ বলের ইনিংসে শ্রীলংকা টিকতে পারে মাত্র ৯২ বল।