ডোমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাহমুদুল্লাহরা।
টি-টোয়েন্টিতে ভালো সময় না গেলেও সিরিজে যেকোন চ্যালেঞ্জ নিতে দল প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি বলেন, সিরিজ জয়ের জন্য মাঠে নামবে দল। সিরিজে ভালো করতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলাতেও প্রস্তুত আমরা।
বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরুর কথা উল্লেখ করে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘এখান থেকেই আমাদের প্রস্তুতি শুরু হবে। টি-টোয়েন্টি খুব অল্প সময়ের। আপনাকে কন্ডিশনের সাথে দ্রুত মানিতে নিতে হবে। সেই সাথে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই এগোচ্ছি। আমরা নির্ভিক ক্রিকেট খেলতে চাই। যে চ্যালেঞ্জই আসুক আমরা মোকাবেলা করতে চাই। দল হিসেবেই আমাদের জন্য এটা সিরিজ জয়ের সুযোগ, বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’
এদিকে টি-টোয়েন্টিতে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ১টিতে জয় টাইগারদের। গত মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো বাংলাদেশ। ঐ সিরিজের জয়টিই সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে একমাত্র।