পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে বোলিং করতে হবে স্বাগতিক বাংলাদেশকে।
বুধবার মিরপুর শেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ানোর অপেক্ষায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মাত্র ৬০ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দ্বিতীয় ম্যাচেও শেষ ওভারের রোমাঞ্চে জয় তুলে নেয় বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ রানের জয় তুলে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে সুযোগ ছিল তৃতীয় ম্যাচ দিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের সিরিজ জয়ের স্বাদ পাওয়ার। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ফলে সিরিজ নিশ্চিত করার জন্য চতুর্থ ম্যাচ পর্যন্ত অপেক্ষা বেড়েছে বাংলাদেশের। সিরিজ নির্ধারণী এই ম্যাচে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
এদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুই পরিবর্তন। চতুর্থ ম্যাচের কিউইদের একাদশ থেকে বাদ পড়েছেন জ্যাকব ডাফি আর স্কট কাগেলেইন। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন হামিশ বেনেট এবং ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, টম ব্লান্ডেল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, হামিশ বেনেট।