প্রচ্ছদ ›› খেলা

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৩ ১০:৪৯:৩৪ | আপডেট: ২ years আগে
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু করা টাইগারদের আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে সফরকারীদের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

এরআগে বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তর হাফসেঞ্চুরি ছাড়া আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফলে ৪৭.২ ওভারে ২০৯ গুটিয়ে যায় বাংলাদেশ।

ইংল্যান্ডকে স্বল্প লক্ষ্য দিলেও এক সময়ে বোলিংয়ে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে উইকেটে অবিচল থাকেন তৃতীয় উইকেটে নামা মালান। এই ব্যাটার ১৩৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৪৫ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১১৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৩টি ও মিরাজ ২টি উইকেট লাভ করেন।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, জফ্রা আর্চার, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।