প্রচ্ছদ ›› খেলা

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
০৭ জুলাই ২০২২ ১২:১৫:৩৩ | আপডেট: ৩ years আগে
সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাজে পরিস্থির মধ্যে ছিল বাংলাদেশ। তবে সে যাত্রায় বৃষ্টি রক্ষা করে। বাংলাদেশের ইনিংসের ১৩ ওভারের পর খেলা আর মাঠেই গড়ায়নি। তবে দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ আর পায়নি। এবার সফরকারীদের ব্যাট-বলের ব্যর্থতায় বড় ব্যবধানে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সামনে এখনও সিরিজ সমতা করার সুযোগ থাকছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি হবে। তবে এ ম্যাচেও বৃষ্টির শঙ্কা থাকছে। যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে ১-০ ব্যবধানেই সিরিজ হারবে টাইগাররা। আর মাঠের খেলায় বিজয়ী হলে ১-১ ব্যবধানে শেষ করতে পারবে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ,  শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, ওবেদ ম্যাককয়, আকিল হোসিন, হেইডেন ওয়ালশ জুনিয়র।