প্রচ্ছদ ›› খেলা

সেপ্টেম্বরে আইসিসির সেরা ক্রিকেটার রিজওয়ান-কৌর

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২২ ১৬:৫৭:১৮ | আপডেট: ২ years আগে
সেপ্টেম্বরে আইসিসির সেরা ক্রিকেটার রিজওয়ান-কৌর

চলতি বছরের সেপ্টেম্বর মাসের পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

ছেলেদের মধ্যে পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন পাকিস্তান উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আর মেয়ে হিসেবে সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

ভারতের স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়া পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পেছনে ফেলে অ্যাওয়ার্ডটি জিতেছেন রিজওয়ান।

অন্যদিকে নারী ক্যাটাগরিতে মনোনয়নে ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা ও বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে এদের হটিয়ে জিতে নেন কৌর।