প্রচ্ছদ ›› খেলা

সৌদি আরব যাত্রায় পিএসজি কোচের অনুমতি নেননি মেসি

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৩ ১৬:২৬:৪০ | আপডেট: ১ year আগে
সৌদি আরব যাত্রায় পিএসজি কোচের অনুমতি নেননি মেসি

পিএসজিতে লিওনেল মেসি যে খুব একটা সুখে নেই সেটি গণমাধ্যম সূত্রে জানেন অনেকেই। ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ হবে মেসির। দিন যত গড়াচ্ছে, মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন ততই বাড়ছে। এবার জানা গেল, চলমান সৌদি সফরও পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের অনুমতি ছাড়াই করছেন মেসি। খবর গোল ডটকমের।

রোববার ঘরের মাঠে লরিয়েন্টের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচে পুরো ৯০ মিনিটই ছিলেন মেসি। তবে ম্যাচে চিরচেনা ক্ষুরধার সেই মেসিকে পাওয়া যায়নি। এর কয়েক ঘণ্টা পরই সৌদির উদ্দেশে উড়াল দেন আর্জেন্টাইন এ তারকা।

ফরাসি গণমাধ্যম এল’ইক্যুইপ দাবি করেছে, সৌদি যাওয়ার জন্য ছুটি চাইলে তাতে সমর্থন দেননি পিএসজি কোচ গালতিয়ের ও ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পস। কিন্তু তাদের দুজনকে ডিঙিয়ে ক্লাবের বোর্ড থেকে অনুমতি নিয়ে আসেন মেসি।

সৌদি আরবের পর্যটন খাতের শুভেচ্ছাদূত মেসি। সেটির প্রচারেই মেসির এই যাত্রা। সৌদি আরব গিয়ে মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, ‘কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই পারি এর অবিশ্বাস্য বিস্ময়গুলো খুঁজতে পছন্দ করি।’

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব মেসির উদ্দেশে বলেছেন, ‘সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত লিওনেল মেসি এবং তার পরিবারকে সৌদিতে তার দ্বিতীয় ছুটিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’