প্রচ্ছদ ›› খেলা

সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৩ ২১:৪৩:০০ | আপডেট: ১০ মাস আগে
সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার
সৌরভ গাঙ্গুলি (সংগৃহীত ছবি)

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সৌরভ গাঙ্গুলি। ২০১২ সাল পর্যন্ত খেলেছেন আইপিএলে। এরপর পশ্চিমবঙ্গ ক্রিকেট ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দায়িত্ব সামলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। মোটকথা, ক্রিকেটের সঙ্গেই আছেন ‘প্রিন্স অব কলকাতা।’ এর মধ্যেই খবর, সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এতদিন ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সৌরভ। তবে এখন থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরপত্তা পাবেন তিনি। এই ব্যবস্থায় তার বাড়িতে সর্বক্ষণ দুজন নিরাপত্তারক্ষী থাকবেন। বিশেষ গাড়ির ব্যবস্থাও রাখা হবে। সৌরভ যেখানে যাবেন, নিরাপত্তার জন্য এই গাড়িটিও সঙ্গে যাবে। এরই মধ্যে সৌরভের বাড়ি পর্যবেক্ষণ করে এসেছেন ঠাকুরপুকুর থানার স্পেশ্যাল ব্রাঞ্চের সদস্যরা।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রশাসনির পর্যায়ে আলোচনার পরই নিরাপত্তা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, সৌরভের ওপর হামলার কোনো শঙ্কা আছে কি না সেটা স্পস্ট করেনি পুলিশ।

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছেন সৌরভ। এবারের আইপিএলে দিল্লির পারফরম্যান্স একদমই ভালো নয়। ১২ ম্যাচে ডেভিড ওয়ার্নারদের ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। দিল্লির হাতে রয়েছে আর দুইটি ম্যাচ। ২০ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযানের সমাপ্তি ঘটাবে রিকি পন্টিংয়ের দল। জি নিউজের খবর, এরপরই কলকাতায় আসবেন সৌরভ। তখন থেকেই নতুন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা চালু হবে।