প্রচ্ছদ ›› খেলা

স্টারলিং ঝড়ে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৩ ১৭:১১:৩৫ | আপডেট: ১ year আগে
স্টারলিং ঝড়ে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। যদিও ২-০ ব্যবধানে আগেই সিরিজ নিশ্চিত করেছেন সাকিব আল হাসানরা।

এই ফরম্যাটে টানা ৫ ম্যাচ জয়ের পর হার দেখল বাংলাদেশ। এই সিরিজের আগে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টইাগাররা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৪১ রানেই বাংলাদেশ হারিয়ে ফেললো পাঁচ উইকেট। এরপর শামীম হোসেনের অভিষেক হাফসেঞ্চুরিতে ১৯.২ ওভারে ১২৪ রানে অলআউট হয়েছে।

আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য ছিল মাত্র ১২৫ রানের। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার রস এডায়ারকে (৯ বলে ৭) বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর লরকান টাকারকে (৪) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান শরিফুল ইসলাম।

তবে আইরিশ অধিনায়ক পল স্টারলিং আর সুযোগ দেননি টাইগার বোলারদের। ঝোড়ো গতিতে ৩১ বলে ফিফটি পূরণ করেন। ৪১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে স্টারলিং ফিরলেও হ্যারি টেক্টর ১৪ আর কুর্তিস ক্যাম্ফার ১৬ রানে ভর করে সহজ জয় পায় আইরিশরা।

এরআগে নিজেদের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে মার্ক অ্যাডায়ারের বল তুলে মেরে জর্জ ডকরেলের ক্যাচ হন লিটন দাস। পরের ওভারে হ্যারি টেক্টরের শিকার হন ৪ রান করা নাজমুল হোসেন শান্ত। আর চতুর্থ ওভারে রনি তালুকদার কার্টিস ক্যাম্ফারের বলে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন।

সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়রাও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক সাকিব অ্যাডায়ারের দ্বিতীয় শিকার হয়ে ৬ রানে ফেলেন। আর বেন হোয়াইটের বলে ব্যক্তিগত ১২ রানে মাঠ ছাড়েন হৃদয়।

আইরিশ অভিষিক্ত স্পিনার ম্যাথু হামফ্রেজ নিজের প্রথম ওভারে এসেই বাজিমাত করেন। প্রথম বলে তিনি বাংলাদেশের অভিষিক্ত রিশাদ হোসেনকে ৮ রানে বোল্ড করেন। আর তৃতীয় বলে তাসকিন তুলে মেরে ক্যাচ আউট হন। ৬১ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

অষ্টম উইকেট জুটিতে বাংলাদেশকে কিছুটা টেনে তোলেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। তারা ৩৪ বলে ৩৩ রান তোলেন। পরে নাসুম গ্যারেথ ডেলানির বলে ১৩ রান করে আউট হন। আর শরীফুলকে ৫ রানে তৃতীয় শিকার বানান অ্যাডায়ার।

অন্যদের ব্যর্থতার দিনে বুক চিতিয়ে লড়েছেন শামীম হোসেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। অবশেষে ৪২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রানে ফিওন হ্যান্ডের বলে শেষ ওভারে আউট হন এই বাঁহাতি।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান অ্যাডায়ার। ২টি উইকেট নেন ম্যাথু হামফ্রেজ।