প্রচ্ছদ ›› খেলা

হকিতে ৪ ধাপ এগুলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
৩০ মে ২০২২ ১৫:৩৩:২১ | আপডেট: ৩ years আগে
হকিতে ৪ ধাপ এগুলো বাংলাদেশ
সংগৃহীত

আন্তর্জাতিক হকি র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

হকি ফেডারেশনের এক বিবৃতিতে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে খেলছে বাংলাদেশ দল। দলটির সামনে পঞ্চম স্থান থেকে টুর্নামেন্ট শেষ করার সুযোগ রয়েছে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে লাল-সবুজ জার্সিধারিদের।

এর আগে লাল-সবুজ জার্সিধারীরা হকি র‌্যাংকিংয়ে ৩১তম স্থানে ছিল।