প্রচ্ছদ ›› খেলা

হিথ স্ট্রিক মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬:২০ | আপডেট: ১ year আগে
হিথ স্ট্রিক মারা গেছেন

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দেশটির ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক মারা গেছেন। তার সহধর্মিণী নাদিনে স্ট্রিক রোববার ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন।

জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কিংবদন্তি সাবেক ক্রিকেটারের বাবা ডেনিসও। স্ট্রিকের বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন। সপ্তাহ দুয়েক আগে স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে তিনি মুখপাত্রের মাধ্যমে নিশ্চিত করেন খবরটি ভুয়া ছিল।

কোলন এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চতুর্থ স্টেজে ছিলেন স্ট্রিক। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে আসে গত মে মাসে। পরে অবস্থা গুরুতর পর্যায়ে গেলে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এ বোলিং কোচ।

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক স্ট্রিক ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দল জার্সিতে খেলেছেন। ৬৫টি টেস্টের সঙ্গে ১৮৯টি ওয়ানডে খেলে অবসরে গেছেন। টেস্টে ২১৬টি ও ওয়ানডেতে ২৩৯টি উইকেট শিকার করেছেন দেশটির অন্যতম সেরা পেসার। ২০০৯ সালে জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৪ সালে। লাল-সবুজের জার্সিধারীদের বোলিং নিয়ে কাজ করেছেন প্রায় দুই বছর। তার ক্যারিয়ারে কালো ছায়া নামে মূলত ২০২১ সাথে। এক জুয়ারির সঙ্গে যোগাযোগ থাকায় ৮ বছরের জন্য তাকে নিষিদ্ধ করে আইসিসি।