প্রচ্ছদ ›› খেলা

উয়েফা নেশনস লিগ

হোসেলু ম্যাজিকে ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৩ ১২:১৩:২৫ | আপডেট: ১০ মাস আগে
হোসেলু ম্যাজিকে ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন

৮৭তম মিনিট পর্যন্ত ১-১ সমতা ছিল উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির মধ্যকার সেমিফাইনাল ম্যাচে। তবে ৮৮তম মিনিটে ম্যাজিক দেখান ৩৩ বছর বয়সে স্পেন জাতীয় দলে ডাক পাওয়া হোসেলু। তার গোলেই ২-১ গোলের জয় নিয়ে নেশনস লিগের ফাইনালে উঠে গেল স্পেন।

এইবার নিয়ে টানা দুইবার নেশনস লিগের ফাইনালে উঠল স্পেন। যদিও গতবার ফ্রান্সের কাছে হেরে ফিরতে হয় হতাশাকে সঙ্গী করে। আগামী ১৮ জুন নেদারল্যান্ডসের রটারডামে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়া। এবার সুযোগ হতাশা ঝেড়ে ফেলার।

বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল স্পেন। সেটিও ইতালির শক্তির জায়গা হিসেবে পরিচিত রক্ষণের ভুলে। দেশটির কিংবদন্তি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ইয়েরেমি পিনো।

গোল শোধ করতে অবশ্য দেরি করেনি ইতালি। ম্যাচের ১১তম মিনিটে স্পেনের অভিষিক্ত খেলোয়াড় লি নমোঁ নিজেদের বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পেয়ে যায় ইতালি। স্পট কিকে গোল করতে কোনো ভুল করেননি লাৎসিও ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে। এরপর ৮৮তম মিনিটে স্পেনের হয়ে গোল দিয়ে দলটিকে ফাইনালে নিয়ে যান হোসেলু।