প্রচ্ছদ ›› খেলা

১০৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশের তরুণীরা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩ ১৬:০৫:৪৯ | আপডেট: ১ year আগে
১০৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশের তরুণীরা

আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে।

বুধবার বেনোনিতে গ্রুপ ‘এ’র ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।

যুক্তরাষ্ট্রের ইনিংসে দলীয় ১১ রানে প্রথম আঘাত করে বাংলাদেশ। ওপেনার ল্যাসা মুল্লাপুডিকে ৫ রানে ফেরান দিশা বিশ্বাস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৭ রান তুলে ঘুরে দাঁড়ায় দেশটি। অবশেষে স্বর্ণা আকতার দিশা ঢিঙ্গারাকে রান আউট করলে এই জুটি ভাঙে। ৩৯ বলে ২০ রান করেন দিশা।

দিশা বিশ্বাসের সেই ওভারে ফেরেন সিদ্ধা পল। ২৬ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন দিশা। যুক্তরাষ্ট্রের গিটা কোডালি মারুফা আকতারের বলে ১৬ রানে বোল্ড হন। তবে ১৭ রান করে অপরাজিত থাকেন ইশানি ভাঙ্ঘেলা।

বাংলাদেশ বোলার দিশা ২টি ও মারুফা একটি উইকেট লাভ করেন।