তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভোগালেও ১৩৮ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি আয়ারল্যান্ড। ছোট এই লক্ষ্যে নেমে ভালোই খেলছিল বাংলাদেশ। ব্যাট হাতে আগ্রাসী ছিলেন ওপেনার লিটন দাস। তবে দলীয় ৩২ রানে লিটনকে বিদায় করেন মার্ক অ্যাডায়ার। এরপর দলীয় ৪৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন নাজমুল হোসেন শান্তও।
অ্যাডায়ারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন লিটন। তবে আগেই শট করে বল মিস করেন তিনি। বল তার হেলমেটে লেগে স্ট্যাম্পে আঘাত করে। যাওয়ার আগে ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান তোলেন লিটন।
আর ৪৩ রানের মাথায় ম্যাকব্রাইনের অফ স্ট্যাম্পে পড়া লেন্থ বল খেলতে বাধ্য হন শান্ত। তবে এজ হয়ে সেটি চলে যায় স্লিপে। তালুবন্দী করতে ভুল করেননি আইরিশ অধিনায়ক অ্যান্ডু বালবির্নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৭ রান। ১১ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল। আর লিটন-শান্তর আউটের পর মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। জয়ের জন্য বাংলাদেশকে এখনও করতে হবে ৯১ রান।
এর আগে চতুর্থ দিনে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নামে আয়ারল্যান্ড। এদিন নিজের প্রথম ওভারে ইবাদত হোসেন পেয়েছেন সাফল্য। ৭২ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরত পাঠান প্যাভিলিয়নে। ১৫৬ বলে ৮ চার ও ১ ছয়ে বোল্ড হন আইরিশ ব্যাটার।
অ্যান্ড্রু ম্যাকব্রাইনের পর গ্রাহাম হিউমকেও আউট করেন ইবাদত হোসেন। আগের দিনের স্কোরের সঙ্গে আর ৬ রান যোগ করতেই অলআউট আয়ারল্যান্ড। ইবাদতের অফ স্টাম্পের বাইরের বল বেশ দূর থেকে অফ সাইডে খেলার চেষ্টা করেন হিউম। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৫৫ বলে ১৪ রান করেছেন হিউম। ফলে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয় ২৯২ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৩৮ রানের লক্ষ্য দাঁড়ায়।