প্রচ্ছদ ›› খেলা

১৩৩ বছর পর গেবেখাতের রেকর্ড বইয়ে মিরাজ

ক্রীড়া ডেস্ক
০৮ এপ্রিল ২০২২ ১৭:৩৭:০১ | আপডেট: ৩ years আগে
১৩৩ বছর পর গেবেখাতের রেকর্ড বইয়ে মিরাজ
ছবি- সংগৃহীত

পোর্ট এলিজাবেথে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।

টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে বাংলাদেশের পক্ষে বল হাতে আক্রমণে আসেন পেসার খালেদ আহমেদ।

দ্বিতীয় ওভারেই বল হাতে আক্রমণে আসেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। যার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম লিখেছেন তিনি। সর্বশেষ ১৮৮৯ সালের পর এই পোর্ট এলিজাবেথের (বর্তমান নাম গেবেখা) ভেন্যুতে স্পিনার হিসেবে নতুন বলে আক্রমণে এসে রেকর্ড বইয়ে নাম তুললেন মিরাজ।

সর্বশেষ এই ভেন্যুতে ১৮৮৯ সালের ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ইনিংস শুরু করেছিলেন ইংল্যান্ডের জনি ব্রিগস। ব্রিগসের পর এই ভেন্যুতে আর কোন স্পিনার নতুন বল হাতে ইনিংস শুরু করেননি।

অবশেষে ১৩৩ বছর নতুন বলে বল হাতে ইনিংস শুরু করলেন মিরাজ।

শুধু এমনটাই নয়, ৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্টে এই প্রথম কোন স্পিনার দিয়ে ইনিংস শুরু হলো। সর্বশেষ ১৯৩৫ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বোলিং আক্রমণ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার বিল ও’রাইলি।