প্রচ্ছদ ›› খেলা

১৫ আগস্টে সাকিব-তামিম-মুশফিকদের শোক

ক্রীড়া ডেস্ক
১৫ আগস্ট ২০২২ ১৫:৩৪:০০ | আপডেট: ২ years আগে
১৫ আগস্টে সাকিব-তামিম-মুশফিকদের শোক
ছবি- বাংলাদেশ আওয়ামী লীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস আজ। বাঙালির ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের কলঙ্ক-লিপ্ত আগস্ট মাসের ১৫ তারিখ। ১৯৭৫ সালের এই কালো দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস আজ। বাঙালির ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের কলঙ্ক-লিপ্ত আগস্ট মাসের ১৫ তারিখ। ১৯৭৫ সালের এই কালো দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে।

এদিনে শোক জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে শীর্ষ তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরাও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম লিখেন, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।

মুশফিকুর রহিম লিখেছেন, জাতির জনক আমাদের জন্য যা করেছেন তা আমরা কখনোই ভুলবো না। আমরা শোকাহত।

ফেসবুকে সাকিব লিখেন, এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।

দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।