প্রচ্ছদ ›› খেলা

১৫তম এশিয়া কাপের আসর আরব আমিরাতে

ক্রীড়া প্রতিবেদক
২২ জুলাই ২০২২ ১৫:০৩:১২ | আপডেট: ২ years আগে
১৫তম এশিয়া কাপের আসর আরব আমিরাতে

এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বৃহস্পতিবার বোর্ডের সর্বোচ্চ কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের গাঙ্গুলী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। কারণ, ঐ সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই।’

তবে আগামী এশিয়া কাপ মরুর দেশে হলেও আয়োজক দেশ হিসেবে থাকবে শ্রীলংকা।

গত বুধবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছিলো, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারনে এশিয়া কাপ আয়োজন করার মত অবস্থানে নেই তারা।

চলমান সংকটের কারণে সদ্য শ্রীলংকান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত করা হয়।

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। এবার খেলবে ছয়টি দল। শ্রীলংকা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সাথে যোগ দিবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।