ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালই করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন ইমরুল কায়েস ও লিটন দাস। দলীয় সেঞ্চুরির হলেও এর মধ্যে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
শুরুতেই ভালোর আশা জাগিয়েও পাওয়ার প্লে’তে ফিরেছিলেন দুই ওপেনার তামিম-লিটন। তৃতীয় উইকেটে আশা দেখাচ্ছিলেন ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম।
বিপিএলে সিলেটের হয়ে খেলা এই দুই ব্যাটার জুটিও গড়ে তুলেছিলেন। এই জুটিতে ভর করেই যখন ১০০ পেরোনোর আশা তখনই ফিরলেন মুশফিক। শেষমেশ সাকিব আল হাসানকে নিয়ে ২২তম ওভারে ৩ উইকেটে বাংলাদেশকে ১০০ রান পার করান শান্ত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে বাংলাদেশ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় মুখোমুখি হয়েছে দুদল। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৩৩ রান তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে পঞ্চম ওভারে ক্রিস ওকসের বলে ব্যক্তিগত ৭ রানে এলবি হন লিটন। নবম ওভারে বাংলাদেশ হাফসেঞ্চুরির দেখা পায়। তবে পরের ওভারেই মার্ক উডের বলে ২৩ রানে বোল্ড হন তামিম ইকবাল।
দলীয় সেঞ্চুরির ঠিক আগে-পরে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। আদিল রশিদের বলে ব্যক্তিগত ১৭ রানে উডকে ক্যাচ দেন মুশফিক। আর সাকিব মঈন আলীর বলে ৮ রানে বোল্ড হন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, জফরা আর্চার, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।