ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে আজ মুখোমুখি হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড। আবাহনী লিমিটেডের দেয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে পারলেই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় আবাহনী। শেখ জামালের বোলারদের নৈপুণ্যে ৬ উইকেটে ২২৯ রানের বেশি করতে পারেনি মোসাদ্দেক হোসেনের দল। ব্যাট করতে নেমেই মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেন আবাহনী।
মোহাম্মদ নাঈম শেখ ১৬ রান করে ফেরেন পারভেজ রসুলের শিকার হয়ে। লিটন দাস (৪) ও নাজমুল হোসেন (৮) দলের হাল ধরতে পারেননি।
এরপর প্রতিরোধ গড়েন তৌহিদ হৃদয়-আফিফ হোসেন ধ্রুব। দুজনে অর্ধশতাধিক রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন। ঠিক তখনই সাইফ হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ। ৪৪ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। মোসাদ্দেক হোসেন থিতু হয়েও ফেরেন ১৫ রান করে। হৃদয় তুলে নেন ফিফটি। ৬৯ বলে ৪টি চারে ফিফটি করেন এই ডানহাতি। এরপর মাত্র ৩ রান যোগ করে ফেরেন হৃদয়।
১৫৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর আবাহনীকে রক্ষা করেন সাইফউদ্দিন-জাকের আলী অনিক। দুজনে ৭৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন অপরাজিত থেকে। জাকের ধরে খেললেও সাইফ খেলেছেন হাত খুলে। ৭০ বলে ৪৭ রান আসে অনিকের ব্যাট থেকে। আর ৫টি ছয়ে ৩৩ বলে ৪৪ রান করেন সাইফ।
জামালের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জিয়াউর রহমান। এ ছাড়া ১টি করে উইকেট নেন পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম।