প্রচ্ছদ ›› খেলা

৩৬৫ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
২৪ মে ২০২২ ১৪:৪৭:৪৫ | আপডেট: ৩ years আগে
৩৬৫ রানে অলআউট বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে ফেরেন লিটন দাস। স্লিপে ক্যাচ দিয়ে তিনি ২৪৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৪১ করে কাসুন রাজিথার বলে আউট হন।

একই ওভারে নতুন ব্যাটার মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। এরইসঙ্গে লঙ্কান পেসার রাজিথা ৫ উইকেট দখল করেন।

তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন মুশফিক। তাইজুল শেষ পর্যন্ত ৩৭ বলে ১৫ রান করে আসিথা ফার্নান্দো বলে বিদায় নেন। খালেদ আহমেদও একই বোলারের বলে আউট হন শূন্য রানে।

মুশফিক ৩৫৫ বল খেলে ২১টি চারের সাহায্যে ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট দখল করেন।

এর আগে গতকাল সোমবার ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট খুইয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শতক পেয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

প্রথম দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।