প্রচ্ছদ ›› খেলা

৩৮ বলেই হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২১ ১৮:৩১:৩২ | আপডেট: ৩ years আগে
৩৮ বলেই হারলো বাংলাদেশ

প্রবাদ আছে শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষটা হলো আরও বাজে। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হতশ্রী ব্যাটিংয়ে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ৩৮ বলেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে হার দিয়ে শেষ হলো শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা লাল-সবুজ জার্সিধারীদের।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ব্যাটিং ইনিংস স্থায়ী হয় ১৫ ওভার পর্যন্ত। এর আগে স্কোরকার্ডে মাত্র ৭৩ রান যোগ করতে সক্ষম হন বাংলাদেশি ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। আর চলমান বিশ্বকাপে এটা চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

জবাবে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। বিশাল জয়ে রান রেট পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেল অজিরা।

৭৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাট করেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে মাত্র ৫ ওভারে ৫৮ রানের জুটি গড়েন তারা। তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ২০ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন অধিনায়ক ফিঞ্চ।

পরের ওভারে ওয়ার্নারকে বোল্ড করে শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১৪ বলে ১৮ করেন তিনি। শেষদিকে ৫ বলে মিচেল মার্শের করা ১৬ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুঁকেছে বাংলাদেশ। অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর বাংলাদেশকে পথ দেখাতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। চরম ব্যাটিং ব্যর্থতার দিনে দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ ১৬ ও নাঈম শেখ ১৭ রান করেন।

এই তিনজন বাদে আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। এদের মধ্যে রানের খাতাই খুলতে পারেননি চার ব্যাটসম্যান। তারা হলেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

এছাড়া সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ১ ও মুস্তাফিজুর রহমান ৪ রান করেন। ৬ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।

এদিন একাই পাঁচ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এও অজি লেগস্পিনার। এছাড়া স্টার্ক ও হ্যাজেলউড নিয়েছেন দুটি করে উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল নেন এক উইকেট।