বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে নেদারল্যান্ডস।
সোমবার হোবার্টে সুপার টুয়েলভের ম্যাচে গ্রুপ টুতে মুখোমুখি হয় দুদল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ডাচ বোলারদের তোপে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে পারে।
এদিকে বোলিং-য়ের শুরুটা ভালো হয়েছে টাইগারদের। প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। এরপর টানা দুই রান আউটে নেদারল্যান্ডসের কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে নেদারল্যান্ডস।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন আকারম্যান, শারিজ আহমাদ, লোগান ফন বিক, টম কুপার, ফ্রেড ক্লাসেন, বাস ডে লেডে, পল ফন মেকেরেন, মাক্স ও’ডাওড, বিক্রম সিং ও টিম প্রিঙ্গল।