প্রচ্ছদ ›› খেলা

৪০০ ম্যাচের মাইলফলকে সাকিব

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৩ ১৮:৩৪:০৮ | আপডেট: ২ years আগে
৪০০ ম্যাচের মাইলফলকে সাকিব

মুশফিকুর রহিমের (৪২৭ ম্যাচ) পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। ২০০৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টাইগার অলরাউন্ডারের।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে শুক্রবার টসের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড হয়। বিশ্বের ৬ষ্ঠ ক্রিকেট ভেন্যু হিসেবে শের-ই-বাংলা স্টেডিয়াম আন্তজাতিক ম্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছে। এছাড়া আজকের ম্যাচটি মিরপুরে বাংলাদেশের ১০০তম ম্যাচ।

এদিকে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আজ এক ভেন্যুতে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে প্রথম চারজনই বাংলাদেশের। হারারে স্পোর্টস ক্লাবে ১০১ ম্যাচ খেলে পাঁচে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা।