প্রচ্ছদ ›› খেলা

৭৩ রানেই শেষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২১ ১৭:৪৪:১০ | আপডেট: ৩ years আগে
৭৩ রানেই শেষ বাংলাদেশ

সুপার টুয়েলভে টানা চার হারে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ রূপ নিয়েছে স্রেফ নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায়। অজিদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ব্যাটিং ইনিংস স্থায়ী হয়েছে ১৫ ওভার পর্যন্ত।

অজি বোলারদের বোলিং তোপে গুটিয়ে যাওয়ার আগে স্কোরকার্ডে মাত্র ৭৩ রান যোগ করতে সক্ষম হন বাংলাদেশি ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড এটি।

এর আগের ম্যাচেই টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮.২ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর বাংলাদেশকে পথ দেখাতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। চরম ব্যাটিং ব্যর্থতার দিনে দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ ১৬ ও নাঈম শেখ ১৭ রান করেন।

এই তিনজন বাদে আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। এদের মধ্যে রানের খাতাই খুলতে পারেননি চার ব্যাটসম্যান। তারা হলেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

এছাড়া সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ১ ও মুস্তাফিজুর রহমান ৪ রান করেন। ৬ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।

এদিন একাই পাঁচ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এও অজি লেগস্পিনার। এছাড়া স্টার্ক ও হ্যাজেলউড নিয়েছেন দুটি করে উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল নেন এক উইকেট।