প্রচ্ছদ ›› খেলা

৯ বছর পর শ্রীলংকাকে হারাল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩ ১৫:২৬:০৪ | আপডেট: ১ year আগে
৯ বছর পর শ্রীলংকাকে হারাল বাংলাদেশ নারী দল
ছবি:সংগৃহীত

শ্রীলংকা নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে দীর্ঘ ৯ বছর পর জয় পেল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় নিগার সুলতানারা। এদিন নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ডও গড়ল টাইগ্রেসরা।

মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা শ্রীলংকা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে অধিনায়ক নিগারের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ও ১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

টি-টোয়েন্টিতে এর আগে সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে লংকানদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে এবারের জয়টা এসেছে রেকর্ড গড়ে। আগের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে। সেবার ভারতের বিপক্ষে ১৪২ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অবশ্য শুরুটা ভালো করতে পারেনি। দুই ওপেনার শামীমা সুলতানা (৫) ও রাবেয়া হায়দার (৯) দ্রুত ফিরে যান। এরপর টপঅর্ডারের আরেক ব্যাটার সোবহানা মোস্তারি ১৭ রানে ফিরে যান। তবে দারুণ নেতৃত্ব দেন অধিনায়ক নিগার। অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ফলে এক বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে দুই দল।