প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দিয়ে অক্টোবর থেকে পুনরায় ভ্যাকসিন রপ্তানি এবং কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় বিভিন্ন দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারত।
সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া এ ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের একদিন আগেই পুনরায় দেশটির করোনা টিকার রপ্তানি চালু করার ঘোষণা এলো।
এর আগে গত এপ্রিলে হঠাৎ করেই ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয় বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ ভারত। নিজ দেশের নাগরিকদের টিকার আওতায় আনতে এ সিদ্ধান্ত নেয় দেশটি।
মানসুখ মানদাভিয়া জানান, এরই মধ্যে ৬১ শতাংশ মানুষকে ভ্যাকসিনের অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি আরও জানান, দেশে ভ্যাকসিনের মাসিক উৎপাদনের পরিমাণ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। আগামী মাসে তা তিনগুণেরও বেশি ডোজে উন্নীত হতে চলেছে।
ভ্যাকসিনের অতিরিক্ত সরবরাহ রপ্তানি করা হবে জানিয়ে মানসুখ মানদাভিয়া বলেন, আমরা অন্যান্য দেশকে সহযোগিতা করবো এবং কোভ্যাক্সের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেটাও পালন করবো।
রপ্তানি বন্ধের আগে বিক্রি, উপহার ও অনুদান মিলিয়ে প্রায় ১০০ দেশে মোট ৬ কোটি ৬০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে ভারত। এর মধ্যে সবচেয়ে বেশি টিকা পেয়েছে বাংলাদেশ।