প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অবশেষে বাখমুত পতনের কথা স্বীকার জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩ ১৪:৪৫:০৩ | আপডেট: ২ years আগে
অবশেষে বাখমুত পতনের কথা স্বীকার জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর পতনের কথা অবশেষে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার জাপানের হিরোশিমাতে জি৭ সম্মেলনের বৈঠকে তিনি এটি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত আট মাসের বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরটি দখল নিতে মরিয়া হয়ে লড়ছিল রাশিয়ার সেনাবাহিনী। বিশেষ করে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ এখানে প্রাণপণে লড়ছিল। অবশেষে তারা শহরটি দখলে নিল।

জেলেনস্কি বলেছেন, তার ধারণা ইউক্রেন শহরটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তবে তিনি বলেছেন, আপনাদের বুঝতে হবে সেখানে কিছুই অবশিষ্ট নেই। তারা সবকিছু ধ্বংস করে দিয়েছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে প্রশ্ন করা হয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইউক্রেনের দখলে আছে কি না? এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেছেন, আমি মনে করি নেই।

বিশ্লেষকরা বলেছেন, মস্কোর কাছে বাখমুতের কৌশলভাবে অল্প গুরুত্ব আছে। তবে শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য একটি প্রতীকী জয়। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, বাখমুতে রাশিয়ান বাহিনীর আনুমানিক ২০ হাজার থেকে ৩০ হাজার সেনা নিহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর হতাহতের সংখ্যাও কম না।

জাপানের হিরোশিমাতে জি৭ সম্মেলনের বৈঠকে জেলেনস্কি বলেন, আপনাদের বুঝতে হবে সেখানে আর কিছু নেই। আজ থেকে বাখমুত শুধু আমাদের হৃদয়ে। সেখানে দাঁড়িয়ে তেমন কোনো আর ভবন নেই, সেইসঙ্গে সেখানকার সকল বাসিন্দা পালিয়ে গেছে।

এর আগে শনিবার প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক ভিডিওবার্তায় বাখমুত শহর পুরোপুরি দখলে এসেছে বলে দাবি করেন। এরপরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাখমুত দখলে নিয়োজিত সৈন্যদের অভিনন্দন জানিয়েছেন।